1..কোষ কী?
ইংরেজি ভাষায় কোষ কে cell বলা হয়।
Cell শব্দটি গ্ৰিক শব্দ kytos থেকে উৎপত্তি হয়েছে।
এই cell শব্দটি প্রথম ব্যাবহার করেন রবার্ট হুক ১৬৬৫ খ্রিস্টাব্দে।
কোষ হলো জীবের কার্যগত ও গঠনগত একক।
এককোষী প্রানী একটি কোষ নিয়ে গঠিত কিন্তু বহুকোষী প্রানী অনেক গুলো কোষ নিয়ে গঠিত। বহুকোষী কোষ অনেক উন্নত।
